রানি মুখার্জির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোমবার শিশুটির ছবি শেয়ার করা হয়েছে। যার সঙ্গে রানির অফিশিয়াল টুইটারেরও লিঙ্ক রয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, ‘মাই বিগেস্ট ট্রেজার’।
ভক্তদের একটা বড় অংশ মনে করছেন, ছবিটি যেহেতু রানি মুখার্জির অফিশিয়াল অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে তাই এটি রানি-আদিত্যের মেয়ে আদিরার প্রথম ছবি হওয়াই স্বাভাবিক। অবশ্য যারা নায়িকাকে খুব কাছ থেকে চেনেন, তাদের দাবি, রানি কখনই এভাবে আদিরার ছবি শেয়ার করবেন না। কারণ হিসেবে তারা বলছেন, পাবলিসিটির জন্যে কখনই তিনি এমন কাজ করবেন না। প্রয়োজনে মেয়েকে সাথে নিয়ে সবার সামনে আসবেন রানি।
একই কথা জানিয়েছেন রানির মুখপাত্রও। সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘‘রানি মুখার্জি কোনোও সোশ্যাল প্ল্যাটফর্মে নেই। কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট থেকে কিছু তথ্য ও ছবি দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বানোয়াট।’’ ভক্তদের উদ্দেশ্যে এসব তথ্য ও ছবি নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দেওয়া হয়েছে ঐ বিবৃতিতে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১২- ০৭-২০১৬ ইং/মো:হাছিব