muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

হাতিরপুলে বহুতল ভবনে আগুন

হাতিরপুলে বহুতল ভবনে আগুন

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনো জানা যায়নি।

এদিকে সবশেষ বার্তায় ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ছাদে আশ্রয় নেয়া ৪ জনকে উদ্ধার করা হয়েছে। ভবনের চারপাশে জানালা না থাকায় দেয়াল ভাঙা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটি কার্পেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ভেতরের দিকে আগুন লেগেছে। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। তবে দ্বিতীয় তলার জানালার কাঁচ ভাঙার পর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।

Tags: