muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

১২ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

১২ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

১২ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার (২০ মার্চ) রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তা বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কার্যকর থাকবে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়।

Tags: