বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া হিসেবে বহুল পরিচিত এবং জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ফের সমস্যা দেখা দিয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছিল না। একই সঙ্গে ফেসবুকের সার্চ রেজাল্টও একদম খালি দেখাচ্ছিল।
এদিন ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই পোস্ট দিয়ে এ সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই আবার জানিয়েছেন―ফেসবুক ম্যাসেঞ্জারে অ্যাকটিভ থাকার পরও অ্যাকটিভ দেখাচ্ছে না। তবে এ ব্যাপারে এখনো ফেসবুক কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে গত ৫ মার্চ বিশ্বব্যাপী ফেসবুকের কার্যক্রম এক ঘণ্টা সময়ের জন্য একদম বন্ধ হয়ে যায়। ওই দিন ফেসবুকে লগইন করা আইডিগুলোর অটোমেটিক লগআউট হয়ে যায়।
এ ঘটনায় তাৎক্ষণিক উদ্বিগ্ন হয়ে পড়েন ব্যবহারকারীরা। অধিকাংশই ভেবেছিলেন হয়তো আইডি হ্যাকড হয়েছে। তবে প্রায় ঘণ্টাখানেক পর অটোমেটিক আবার ঠিক হয়েছে আইডিগুলো।