জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতেছে বেঙ্গালুরু, প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে তারা। অর্থাৎ চেন্নাই সুপার কিংস বোলিং করবে।
চেন্নাইয়ের প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবারই প্রথমবার এই দলে খেলবেন তিনি।
চেন্নাই একাদশ রুতুরাজ গাইকোয়াড় (অধিনায়ক), রাচিন রাবিন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাহিশ থিকসানা, তুষার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান।
বেঙ্গালুরু একাদশ ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওর্য়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কর্ন শর্মা, আলজেরি জোসেফ, মায়াঙ্ক ডাগার, মোহাম্মদ সিরাজ।