muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আমার কিছু মেয়ে ভক্ত আছে যারা ফোন ও ম্যাসেজ তো আছেই মাঝে মাঝে বাসায় চিঠি ও পাঠায় : তাসকিন

ক্রিড়া ডেস্কঃ বর্তমান ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ যে জনপ্রিয়তার শীর্ষে আছেন তা স্বীকার করতেই হবে। এই স্বপ্নের নায়কের খোজও কম রাখেন না তরুণীরা। ফোন আর ম্যাসেজ তো আছেই মাঝে মাঝে নাকি বাসায় চিঠিও আসে, হাসতে হাসতে এমনটাই জানালেন তাসকিন।

এবারের ঈদে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেসার তাসকিন আহমেদ, স্পিনার আরাফাত সানি ও অলরাউন্ডার সাব্বির রহমান। এ অনুষ্ঠানেই বের হয়ে আসে তাসকিনের জীবনের নানা রকম মজার কাহিনী।

অনুষ্ঠানে সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও আরাফাত সানি। ছবিঃ সংগৃহীত

কথার ফাঁকে উপস্থাপিকার প্রশ্ন ছিল, মেয়েরা ফোন নম্বর চাইলে পরিস্থিতি কিভাবে সামাল দেন ? লাজুক হেসে তাসকিনের উত্তর, ‘আসলে আমার কিছু মেয়ে ভক্ত আছে। অনেকে কল করেন, ম্যাসেজ করেন। সবার উত্তর দেওয়া বা কথা বলা সম্ভব না। কারণ খেলা নিয়ে ব্যস্ত থাকতে হয়, অনুশীলনে ব্যস্ত থাকতে হয়, এতে হয়তো অনেকেই মনঃক্ষুণ্ণ হয়। তাদের জন্য বিশেষ ভাবে বলছি, আমাদের তো ব্যক্তিগত জীবন আছে, ক্রিকেট আছে, যারা ফোন করে বা ম্যাসেজ করে আমাকে পান না, তারা মন খারাপ করবেন না বেশি বেশি দোয়া করবেন।’

ছোট বেলায় তাসকিনের স্বভাব ছিল, যেখানেই মিলাদ হতো তিনি চলে যেতেন। এ তথ্য পাওয়া গেল তাসকিনের বাবার কাছে। ভিডিও ক্লিপিংসে এ তথ্য দিয়েছেন তিনি। তাসকিনের বাবা আব্দুর রশিদ মজনু বলেন, ‘এলাকার যেখানে মিলাদ হতো সেখানে তাসকিন। বাসায় কথাও খুঁজে পেতাম না। বাসায় শিক্ষক আসছে কিন্তু ও নেই, টুপি নিয়ে দৌড়। ওরা সবাই আরো ভালো খেলুক, আরো সুনাম হোক। তার থেকেও বড় কথা যেন ভালো মানুষ হয়।’

ক্রিকেটের তাসকিন ক্রিকেট খেলার বাইরে ভিডিও গেম খেলতে পছন্দ করেন। এখনও কি ভিডিও গেমস খেলা হয়? শীঘ্রই কি কোথাও খেলা হয়েছে, এমন প্রশ্নে যেন তাসকিন একদম ছোট বেলায় ফিরে যান।

শিশু সুলভ হাসি নিয়ে তাসকিন বলেন, ‘এখন তো ফোনে খেলা হয় বেশি। আর আগে যেতাম মোস্তফা খেলতে, এলাকার দোকানে দুই টাকার কয়েন দিয়ে খেলতাম। ওটা অন্যরকম মজা ছিল। এখনও খুব মিস করি। এই তো সেদিন সেহরি করতে গেলাম এক জায়গায়। দেখি ওই গেমস সাজানো। আমি কাউকে কিছু না বলেই গিয়ে খেলা শুরু করে দিয়েছি। মানুষ তাকিয়ে ছিল। কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে খেলছিলাম, আমার ওসব দেখার সময় নেই।’

ইচ্ছা আছে মাশরাফি বিন মুর্তজার মতো নিজেকে পরিচিত করা। তাছাড়া মুস্তাফিজুর রহমানের সাথে জুটি বেঁধে প্রতিপক্ষকে ঘায়েল করার স্বপ্ন দেখেন তারকা এই পেসার।

Tags: