muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ট্রেনের ১৬ হাজার টিকিট নিতে ১৫ লাখ বার চেষ্টা

ট্রেনের ১৬ হাজার টিকিট নিতে ১৫ লাখ বার চেষ্টা

এবারের ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। রোববার সকাল থেকেই শুরু হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি ৷ তবে এই ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ছিলো ১৬ হাজার। ট্রেনের অগ্রিম এই ১৬ হাজার টিকিট সংগ্রহ করতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে ১৫ লাখ বার চেষ্টা করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) দুপুর ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এরইমধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৩ হাজার টিকিট বিক্রি শেষ হয়েছে। আজ সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো বিক্রি শুরু হয়। সকাল সাড়ে ৮টায় প্রায় ১৫ লাখ বার টিকিট নেওয়ার জন্য রেলওয়ের ওয়েবসাইট ভিজিট করা হয়েছে বলেও জানান তিনি।

Tags: