muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আমতলীতে নারী এমপি ফারজানা সুমিকে নাগরিক সংবর্ধনা

আমতলীতে নারী এমপি ফারজানা সুমিকে নাগরিক সংবর্ধনা

আমতলীতে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে (৩১৪ মহিলা আসন-১৪) নারী এমপি প্রভাষক ফারজানা সুমিকে আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রভাষক ইফতেখার রসুল তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি।

সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক জিএম ওসমানী হাসান, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেয়ারম্যান সমিতির সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাদল খান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, সাবেক স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন খান, সোহেলী পারভীন মালা, সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আরিফুল হাসান আরিফ, সাবেক জেলা পরিষদ সদস্য শাহিনুর তালুকদার, জেসিকা তারতিলা যুথি, যুবলীগ নেতা তাজুল ইসলাম তিঠু প্রমুখ।

Tags: