বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন ছিল আগেও। আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের রসায়ন কারো অজানা নয়। এবার নতুন প্রেমিককে নিয়ে সামনে এলেন শ্রদ্ধা।
ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, নতুন করে প্রেমে পড়েছেন শ্রদ্ধা কাপুর। নতুন প্রেমিকের নাম রাহুল মোদি। তিনি শ্রদ্ধার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর চিত্রনাট্যকার।
গুঞ্জনকে আরও উস্কে দিয়ে মুম্বাইয়ের নানা জায়গায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাদের। বলিউড সূত্রে জানা যায়, সিনেমাটি করার সময়ই তারা একে অন্যের প্রেমে পড়েছেন। তবে বিষয়টি শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ নেই। রয়েছে পরিবারেরও সম্মতি।
কিন্তু বিষয়টি নিয়ে শ্রদ্ধা কিংবা রাহুল কেউই এখন পর্যন্ত মুখ খোলেননি। সম্পর্কটি তারা গোপন রাখতে চাইছেন বলেই ধারণা করছেন নেটিজেনরা। তবে ঢাকঢোল পিটিয়েই তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
প্রসঙ্গত, এর আগে ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে জড়িছিলেন শ্রদ্ধা কাপুর। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। তারও বহু আগে শোনা গিয়েছিল অভিনেতা-নির্মাতা-গায়ক ফারহান আখতারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা।