muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

৪ কোটি ৮৫ লাখ পাঠক নিয়ে দশম বর্ষে মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম

৪ কোটি ৮৫ লাখ পাঠক নিয়ে দশম বর্ষে মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম

৯ম পেরিয়ে আজ সাফল্যের দশম বছরে পা রাখল কিশোরগঞ্জ থেকে প্রকাশিত জাতীয় অনলাইন সংবাদপত্র মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম।

প্রতিষ্ঠালগ্ন থেকে কিশোরগঞ্জসহ বাংলাদেশের খবরাখবর জানতে বিশ্বের ১৮৫টি দেশের ৪ কোটি ৮৫ লাখ পাঠক পড়েছেন মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় প্রতিদিনই বাড়ছে এর সংখ্যা। এর সাথে সাথে প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন নতুন পাঠক।

ক্লাউট ফ্লেয়ারের তথ্যমতে ৯ বছরে যার সংখ্যা ৪ কোটি ৮৫ লাখ ১৭ হাজার ২৪ জন। এছাড়া এখন পর্যন্ত ২৯ কোটি ৩৮ লক্ষ ৯৮ হাজার ২৯৪ বার পঠিত হয়েছে সংবাদপত্রটি। গত ৩০ দিনে যার সংখ্যা ৯ লক্ষ ২ হাজার ৬১ বার। পত্রিকাটিতে মোট সংবাদ প্রকাশ করা হয়েছে ৩১ হাজার ২২৩টি।

নির্বাহী সম্পাদক এম. ইউ. আহমদ নিঝুম বলেন, দেশ বিরোধী অপশক্তির দ্বারা বার বার সাইবার হামলা, রিপোর্ট করে ফেইসবুক পেইজ ভায়োলেশনসহ নানা প্রতিকূলতা এড়িয়ে মুক্তিযোদ্ধার কণ্ঠ আজ ১০ম বর্ষে পদার্পণ করলো। মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলতে গিয়ে আমি নিজেও বহুবার সাইবার হামলার স্বীকার হয়েছি।

মুক্তিযোদ্ধার কণ্ঠের নিবন্ধন তথ্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। আশা করি অদূর ভবিষ্যতেও দেশ বিরোধী অপশক্তিকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে মুক্তিযোদ্ধার কণ্ঠ।

Tags: