muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বিএমটিএ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বিএমটিএ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সংগঠনটির জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন আহমদ নিঝুমের নেতৃত্বে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের স্মৃতিম্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় জেলার টেকনোলজিস্ট নেতাদের মধ্যে মো: নূর নবী, রিপন চন্দ্র সূত্রধর, মো: বোরহান উদ্দিন, রেদোয়ান আহমেদ, মাজহারুল হক, আব্দুল হালিম তারেক, মো: রমজান মিয়া, অর্জুন সূত্রধর, আবির হাসান, ফরিয়াদ আহমেদ, মো: রাজিব আহমেদ, মো: শওকত আলী, মিজানুর রহমান, সাইফুল ইসলাম রিপন, সুমাইয়া আক্তার, মাবিয়া আক্তার, হ্যাপি আক্তার, নুসরাত জাহান, মুক্তা আক্তারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সবাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Tags: