বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সংগঠনটির জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন আহমদ নিঝুমের নেতৃত্বে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের স্মৃতিম্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলার টেকনোলজিস্ট নেতাদের মধ্যে মো: নূর নবী, রিপন চন্দ্র সূত্রধর, মো: বোরহান উদ্দিন, রেদোয়ান আহমেদ, মাজহারুল হক, আব্দুল হালিম তারেক, মো: রমজান মিয়া, অর্জুন সূত্রধর, আবির হাসান, ফরিয়াদ আহমেদ, মো: রাজিব আহমেদ, মো: শওকত আলী, মিজানুর রহমান, সাইফুল ইসলাম রিপন, সুমাইয়া আক্তার, মাবিয়া আক্তার, হ্যাপি আক্তার, নুসরাত জাহান, মুক্তা আক্তারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সবাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন।