কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে সকাল ৮টায় ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সকাল সাড়ে ৮টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় কিশোরগঞ্জ জেলা বিএমএ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব ইকবাল, জেলা স্বাচিপের সভাপতি ডা. দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্যের সাবেক পরিচালক ডা. সুলতানা রাজিয়া, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক ডা. হাবিবুর রহমান, বর্তমান পরিচালক ডা. হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জহিরুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল এবং রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে।