muktijoddhar kantho logo l o a d i n g

ইসলামের কথা

অশান্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশের মসজিদগুলোর জন্য জুমার খুতবা ঠিক করে দিয়েছে সরকার

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ অশান্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে শুক্রবার (১৫ জুলাই) দেশের মসজিদগুলোর জন্য জুমার খুতবা ঠিক করে দিয়েছে সরকার।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ শিরোনামের খুতবাটি শুক্রবার দেশের সকল মসজিদে অনুকরণ ও অনুসরণের অনুরোধ করা হয়েছে। খুতবাটি শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুমার নামাজের সময় পাঠ করা হবে বলেও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২ জন পুলিশ ছাড়াও ২০ দেশি-বিদেশিকে হত্যা করে। পুলিশের অভিযানে ৬ সন্ত্রাসীও নিহত হন। মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

এ ছাড়া ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় এক সন্ত্রাসীসহ ৪ জন মারা যায়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৪- ০৭-২০১৬ ইং/মো:হাছিব

Tags: