কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় বিলে একটি ধানক্ষেত থেকে মো. বুরহান উদ্দিন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বুরহান উপজেলার নাগেরগ্রাম পূর্বপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
জানা গেছে, দুদিন ধরে নিখোঁজ ছিলেন বুরহান উদ্দিন। ২৭ মার্চ বিকেলে বাড়ির পার্শ্ববর্তী বিলে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে কৃষক। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ জানান, মরদেহ উদ্ধার হলেও এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।