muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ক্যাচ মিসের দিনে চালকের আসনে শ্রীলঙ্কা

ক্যাচ মিসের দিনে চালকের আসনে শ্রীলঙ্কা

প্রথম টেস্টের হতাশা ভুলে চট্টগ্রামে ভালো কিছুর আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বোলারদের নির্বিষ বোলিংয়ের সাথে ক্যাচ মিসের মহড়ায় লংকানদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি শান্তর দল। প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেটে ৩১৪ রান তুলেছে লংকানরা। দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ে তাই বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছে তারা।

এক বছর পর সাদা পোশাকে ফিরেছেন সাকিব। তবে প্রথম দুই সেশনে খুব বেশিক্ষণ বোলিং করতে দেখা যায়নি তাকে। উইকেট নেয়ার কোনও সুযোগও তৈরি করতে পারেননি তিনি। অন্যদিকে লংকান ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিনেই চালকের আসনে বসার আভাস দিয়েছে শ্রীলংকা।

২ উইকেটে ২১৪ রানে চা বিরতিতে গিয়েছিল শ্রীলংকা। ক্রিজে ছিলেন মেন্ডিস-ম্যাথিউস জুটি। বিরতির পর প্রথম ৪৫ মিনিটে দারুণভাবেই বাংলাদেশের বোলারদের সামলেছেন এই জুটি। দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন মেন্ডিস। তবে ৭ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি মেন্ডিসের। মেন্ডিসকে ফেরান সাকিব, ভাঙ্গে ৫৩ রানের জুটি। প্রায় এক বছর পর টেস্টে ফিরে প্রথম উইকেট তুলে নিলেন সাকিব। ১১ চার ও ১ ছক্কায় ৯৩ রান করে স্লিপে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মেন্ডিস।

মেন্ডিস ফেরার পর দীনেশ চান্ডিমালকে নিয়ে জুটি গড়ে তোলেন ম্যাথিউস। তবে খুব বেশিক্ষণ এই জুটি টিকতে পারেনি। ২৬ রানের জুটি ভাঙ্গেন হাসান মাহমুদ। মিরাজের হাতে তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ২৩ রান করা ম্যাথিউস। দিনের বাকি সময়টা আর বিপদ হতে দেননি চান্ডিমাল ও ডি সিলভা। ৩৪ রানে অপরাজিত আছেন চান্ডিমাল, ডি সিলভা করেছেন ১৫ রান। অভিষেকে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হাসান মাহমুদ।

দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লংকান অধিনায়ক ডি সিলভা। শুরুতেই অবশ্য নিশানকাকে ফেরাতে পারত বাংলাদেশ। অভিষেক হওয়া হাসান মাহমুদের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন নিশানকা। ৯ রান করা নিশানকার সহজ ক্যাচ মিস করেন জয়। জীবন পাওয়ার পর করুনারত্নের সাথে দারুণ জুটি গড়ে তোলেন নিশানকা। দুজন কোন বিপদ ছাড়াই পার করেছেন প্রথম ঘণ্টা।

নিশানকা-করুনারত্নে জুটি প্রথম ঘণ্টা শেষেই পেরিয়েছে ৫০ রান। এরপর করুনারত্নেকে রান আউটের সুযোগ এসেছিল মেহেদি মিরাজের সামনে, তবে সেটাও কাজে লাগাতে পারেননি তিনি। ২২ তম ওভারে আবার জীবন পেয়েছেন এই লংকান ওপেনার। হাসান মাহমুদের বলে বাউন্ডারি লাইনে তার ক্যাচ ছাড়েন সাকিব।

লাঞ্চের আগে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ম্যাচের শুরুতেই জীবন পাওয়া নিশানকা। শেষ পর্যন্ত বিরতির আগে কোনও উইকেট না হারিয়েই ৮৮ রান তুলেছে শ্রীলংকা। ৬ চারে সাজানো ইনিংসে নিশানকা অপরাজিত আছেন ৫৫ রানে, করুনারত্নে করেছেন ৩৩ রান।

দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট পেয়েছিল বাংলাদেশ। দারুণ এক থ্রোতে মাদুস্কাকে রান আউট করেছেন হাসান মাহমুদ। মেহেদি হাসান মিরাজের বল কাভারে ঠেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন করুনারত্নে। মাঝে কিছুটা দ্বিধায় পড়ে গিয়েছিলেন। যাতে অপরপ্রান্তে ক্রিজে পৌঁছুতে পারেননি মাদুস্কা।

ফেরার আগে ১০৫ বল খেলে ৬টি চারের সাহায্যে ৫৭ রান করেছেন। এরপর দুই অভিজ্ঞ দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস সেভাবে সুযোগই দেয়নি বাংলাদেশকে। স্বাগতিক বোলাররা টাইট বোলিংও করতে পারেননি। শতরানের ‍জুটি গড়েন দুজন। করুনারত্নে এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। চা বিরতির খানিক আগে সেঞ্চুরির দিকে এগুতে থাকা করুনারত্নেকে ফিরিয়ে টেস্টে নিজের প্রথম উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ডানহাতি পেসারের গতির তারতম্যে দেয়া ডেলিভারি উইকেটে টেনে এনে বোল্ড হয়েছেন করুনারত্নে।

Tags: