muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

গায়িকা থেকে নায়িকা পড়শী

বিনোদন ডেস্কঃ ক্ষুদে গানরাজের সেই ছোট পড়শী এখন প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী। পড়শী নিজের একক কাজের পাশাপাশি রয়েছে নিজের একটি ব্যান্ডদল।

শুধু দেশের নয়, দেশের বাইরেও পৌঁছে গেছে তার কণ্ঠ। এ বছরের শুরুতে ভারতের প্রতিষ্ঠিত মিউজিক লেবেল টিপসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

পড়শী জানান, ইউটিউবে তার গান ‘মন নাজেহাল’ শোনার পর তাকে প্লেব্যাক করার প্রস্তাব দেয় টিপস কর্তৃপক্ষ। এরপর টিপসের সঙ্গে দুই বছরের চুক্তি করেন তিনি।

চলতি বছরের শুরুতে তার গাওয়া প্রথম বলিউডি গান ‘মার যায়ে’ (মরে যাবো)। নতুন সিনেমা ‘লাভশুদা’র এই গানটি মূলত গেয়েছেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম।

আরেফিন রুমির সংগীতায়োজনে গানটি নতুন করে গেয়েছেন পড়শী।

কণ্ঠশিল্পীর বাইরে পড়শী এখন নতুন পরিচয়ে আলোচনায় এসেছেন। কিছুদিন আগে একটি বেসরকারি রেডিও স্টেশনে রেডিও জকি হিসেবে যোগদান করেছেন।

‘পড়শী নাইটস’ নামে জাগো এফএমের নিয়মিত হোস্ট তিনি। এসব পরিচয়ের বাইরে আলোচনায় আসা পড়শীর অন্য পরিচয়টি হলো ‘অভিনেত্রী পড়শী’।

এবারের ঈদে ‘রানা পাগলা দ্য মেন্টাল’ ছবিতে একজন কণ্ঠশিল্পী হিসেবে অভিনয় করেন। ঢালিউডের হালের সেনসেশন শাকিব খানের বিপরীতে দারুণ পারফরম্যান্স তাকে নতুন করে তার ভক্তদের সামনে আলোচনায় আনে। ভক্তরাও চান পড়শী নিয়মিত অভিনয় করুক। পড়শীও সম্মত।

এ বিষয়েই পড়শী বলেন, এই ছবিতে অভিনয় আমার নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর ইচ্ছে আছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৪- ০৭-২০১৬ ইং/মো:হাছিব

Tags: