muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) বিকালে উপজেলার কন্দুগ্রাম ইউনিয়নের বর্মন পাড়া এলাকার এক বাড়ি থেকে আলো রানী (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মৃত আলো রানী ঐ এলাকার মৃত নির্মলের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্র জানাযায়, পারিবারের লোকজনের আড়ালে সোমবার দুপুর দেড়টার দিকে ঘরের সিলিং এর সাথে শাড়ী ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেন বলে ধারনা করছে পরিবারের লোকজন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালের মর্গে পেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tags: