তাইওয়ানের পর এবার জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটির পূর্ব উপকূলীয় হনশু অঞ্চল।
রয়টার্স জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৩২ কিলোমিটার গভীরে ছিল। তবে এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার সকালে তাইওয়ানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সবশেষ দেশটিতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। সেই সঙ্গে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে এখনো অর্ধশতাধিক।
তাইওয়ানের পাশাপাশি এদিন জাপান ও ফিলিপাইনেও সুনামি সতর্কতা জারি করা হয়। ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপের আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। কেননা এসব অঞ্চলে ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামি আঘাত হানার শঙ্কা রয়েছে।