muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সরকারি ৯ কলেজকে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে প্রজ্ঞাপন

সরকারি ৯ কলেজকে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে প্রজ্ঞাপন

চট্টগ্রাম জেলার পাঁচ সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী জেলার চার সরকারি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হলো- চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ।

অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো- রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ।

Tags: