muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুনে পুড়ল কোটি টাকার মালামাল

রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুনে পুড়ল কোটি টাকার মালামাল

রাজশাহীর বাঘা উপজেলায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। গোডাউনের মালিকের দাবি- আগুন কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে তার।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার তেপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে সাত জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- গোডাউন মালিক মুনছার আলী (৩৫), ইনছার আলী (৫০), ইয়াজুল ইসলাম (৩৭), আয়ুব আলী (৩৪), রেজাউল করিম (৩৬), আমিরুল ইসলাম (১৯) ও সবুজ রানা (২২)।

জানা গেছে, তেপুকুরিয়া গ্রামে ইনছার আলী আলিফ ট্রেডার্স নামে প্লাস্টিকের কারখানা গড়ে তোলেন। কারখানায় ক্যারেট, বস্তা, কাগজ, ক্যারেটের কুচা, ক্যারেট ভাঙা মেশিনসহ মালামাল ছিল। বিকেলে প্লাস্টিকের গোডাউনে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ততক্ষণে আগুন গোডাউনের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজশাহীর বাঘা, চারঘাট, পুঠিয়া ও নাটোরের লালপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউন মালিক মুনছার আলী বলেন, গোডাউনে বেশ কিছু প্রতিষ্ঠানের মালামাল রয়েছে। অগ্নিকাণ্ডে তাদের মালামালেরও ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল প্লাস্টিকের কারখানায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে অনে। তবে প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক ওহিদুর ইসলাম বলেন, ঘটনাস্থলের পাশে একটি পুকুর থাকায় অতিদ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এই আগুন নিয়ন্ত্রণ করতে সহায়তা করেছেন বাঘা, চারঘাট, পুঠিয়া ও লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।

Tags: