রাজশাহীর ও খুলনা সিটি করপোরেশনের দুই মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ মোঃ মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি করপোরশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন। তাঁদের সম্মানিভাতা ও অন্যান্য সুবিধাদি স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
গত বছরের ১২ জুন খুলনা আর ২১ জুন রাজশাহী সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। খুলনায় জয় পান তালুকদার আব্দুল খালেক আর রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)।