muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ধরা পড়লেন কুকি-চিনের সমন্বয়ক সিয়াম বম

ধরা পড়লেন কুকি-চিনের সমন্বয়ক সিয়াম বম

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী ও স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম পুলিশের হাতে ধরা পড়েছেন। মঙ্গলবার রাতে বান্দরবানের রুমার বেথেলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১০ এপিল) বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী।

তিনি বলেন, লাল লিয়ান সিয়াম বমকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও বলেন, রুমা ও থানচি ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় এ পর্যন্ত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের মোট ৫৫ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দফায় দফায় ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন ধারায় ৮টি মামলা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে এ পর্যন্ত ১৯ জন নারী ও ৩৬ জন পুরুষসহ মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।

Tags: