হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
বুধবার দুপুর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩নং ভবনে হঠাৎ আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসে।
শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দেব জানান, দুপুর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপার ইন্ডাস্ট্রিয়াল পার্কের উপব্যবস্থাপক (প্রশাসন) পারভেজ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ধারনা করছি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।