প্রথমার্ধের শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও পরে দাপুটে ফুটবল খেলে লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে শুরুর দিকে ৩ মিনিটের মধ্যে গোল শোধ করে আবার লিড নেয় পিএসজি। এরপর সেই গোল শোধ করে জয়সূচক গোলও পেয়ে যায় বার্সা। সবমিলিয়ে রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচে পিএসজির মাঠে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। তাদের হয়ে জোড়া গোল করেন রাফিনহা; আর বাকি গোল করেন বদলি নামা ক্রিস্টেনসেন। পিএসজির হয়ে গোল দুটি করেন উসমান দেম্বেলে ও ভিতিনিয়া।
প্রতিপক্ষের মাঠে পাওয়া জয় ঘরের মাঠে দ্বিতীয় লেগে বার্সেলোনাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।