চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে মইজ্জারটেক এলাকায় এস আলম গ্রুপের একটি ভোজ্যতেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক দীনমনি শর্মা বলেন, কারখানার অফিস কক্ষে আগুন লেগেছে।ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভেনি।
এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রতকুমার ভৌমিক বলেন, আগুন নিয়ন্ত্রণ এসেছে। পুরোনো মালামাল রাখার গুদামে আগুন লেগেছিল। তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে গত ৪ মার্চ কর্ণফুলী নদীর তীরে এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েকদিনের চেষ্টায় সেই গুদামের আগুন নেভানো সম্ভব হয়।