ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকারের ভিতরে ধর্ষণের ঘটনায় আশরাফ উল্লাহ খান তামজিদ (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। রাতে উপজেলার কাঁঠালী এলাকা থেকে তাকে আটক করা হয়। তামজিদ ভালুকা উপজেলার কাঁঠালী এলাকার রুবেল খানের ছেলে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর গত বৃহস্পতিবার তামজিদ তার ব্যাক্তিগত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩ ১৩১৯) গাড়ীতে তুলে বাদীকে নিয়ে গুঁড়তে যায়। একপর্যায়ে প্রাইভেটকারটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে নিশিন্দা এলাকার একটি নির্জন স্থানে থামিয়ে তামজিদ বাদীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় বাদীর করা মামলার পর ধর্ষক তামজিদকে আটক করা হয়। বাদী ময়মনসিংহের ত্রিশাল আমিরাবাড়ী এলাকার মুর্শিদ মোল্লার মেয়ে। সকালে ধর্ষক আশরাফ উল্লাহ খান তামজিদকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
 
            
            
                 
        