চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৫ দশমিক ৭ শতাংশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মঙ্গলবার আইএমএফের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
অক্টোবরে আইএমএফের পূর্বাভাস ছিল ৬ শতাংশ। গত বছরের এপ্রিলে দেয়া পূর্বাভাসে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৬.৫ শতাংশ।
প্রবৃদ্ধি কমার জন্য উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি ও কাঁচামাল সংকটসহ ব্যাংকের বাড়তি সুদকে দায়ী করেছে আইএমএফ। তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে বলে প্রতিবেদনে উঠে আসে।
অন্যদিকে মূল্যস্ফীতি বাড়তে পারে ৯.৩ শতাংশে। যা গত বছর ছিল ৯ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী মূল্যস্ফীতি ৯.৮১ শতাংশ।