muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

করিমগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে দিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় হাসপাতাল চত্বরে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী।

উদ্বোধন শেষে মেলাতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন ইউএনও। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হান্নান মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: নাজমুল হাছান, বীর মুক্তিযোদ্ধা মু. ইকবাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইশতিয়াক আহমেদ, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান টুকু প্রমূখ।

মেলায় গরু, ছাগল, হাঁস-মুরগী, ঘোড়া, মহিষ, খরগোস এবং দুগ্ধজাত খাবার ও বিভিন্ন কোম্পানীর ঔষধ সহ মোট ৩২ টি স্টল স্থান হয়।

Tags: