মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে চট্টগ্রাম। শনিবার (২০ এপ্রিল) রাত ১০টা ৪৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকেনো ডিসকাভারির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ৪৩ কিলোমিটার উত্তরে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজলায়।
শনিবার রাত পৌনে বারোটা পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে ভূমিকম্প অনুভূত হওয়ায় রাস্তায় নেমে আসেন।
Tags: