নীলফামারীর কিশোরগঞ্জে মাটি খননের সময় রাইফেল, মর্টারশেল ও দুইটি মাইন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ক্যানেলের বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ক্যানেলের বাজার এলাকায় ক্যানেলের পাশের পতিত জমি খননের সময় শ্রমিকরা ৩.৩ রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টারশেল দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে সবাই দেখতে ছুটে আসেন।
এ সময় থানায় জানানো হলে পুলিশ এসে তা উদ্ধার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) পুলিশ ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় আছে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, পতিত জমি খননের সময় ৩.৩ রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষা করছে পুলিশ।