ক্রিড়া ডেস্কঃ
সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিওনেল মেসির। দেশের হয়ে মর্যাদার কোপা আমেরিকা শিরোপা হারানোর পর ২৯ বছরেই জাতীয় দলকে গুডবাই বলে দিয়েছেন মেসি। দারুণ ফর্ম থাকা সত্বেও সমালোচকদের বাণে আর বিদ্ধ হতে চান না বলেই হয়তো এমন সিদ্ধান্ত। তবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেও মেসিকে এখনও বিশ্বসেরা বলে দাবী করছেন ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনালদিনহো।
ক্লাবের হয়ে বিশ্বজয় করলেও জাতীয় দলের জার্সিতে এখন বড় কোনো শিরোপা জিততে পারেননি মেসি। তাই মেসিকে অনেকেই সেরা মানতে নারাজ। তবে তাদের কাতারে নেই বার্সায় খেলা মেসির প্রাক্তন সতীর্থ রোনালদিনহো।
নিজের সেরাটা দিয়ে ৫ টি ফিফা ব্যালন ডি’অর ঘরে তুলেছেন মেসি। তিনটি কোপা আমেরিকা শিরোপা এবং একটি বিশ্বকাপের ফাইনালে খেলেছেন তিনি। কিন্তু ভাগ্য সহায় না থাকায় একবারও জিততে পারেননি ২৯ বছর বয়সি তারকা। তাই মেসিকে এখনো সেরা বলেই দাবী করছেন ব্রাজিলি গ্রেট রোনালদিনহো।
এক সাক্ষাতকারে রোনালদিনো বলেন, ‘আমার মতে মেসি এখনও সেরা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও সে আগের মতোই আছে। সে এখনো বিশ্বের সেরা ফুটবলার। তার প্রতি আমার সম্মান কখনো কমবে না।’
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৭ – ০৭-২০১৬ ইং/মো:হাছিব