মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘কেউ জঙ্গির তথ্য দিলে তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’
তিনি বলেন, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মতো নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন থেকে কেউ ফিরে আসতে চাইলে ও পাশাপাশি জঙ্গিদের বিষয়ে তথ্য দিলে ফিরে আসা ব্যক্তিকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তার পুনর্বাসনে সব ধরনের সহায়তা এবং তার পরিবারের নিরাপত্তার দায়িত্ব নেবে সরকার।’
সোমবার বগুড়ায় যৌথবাহিনীর অভিযান শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘সোমবার ভোর থেকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল নামক চরে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা শুরু করে যৌথবাহিনী।
তিনি আরো বলেন, ‘এ সময় দুর্গম ওই চরাঞ্চলে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পের খোঁজ মেলে। পরে ওইসব প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণ ক্যাম্প থেকে বেশ কিছু জেহাদি বই, ৬টি চাপাতি ও ম্যাগজিন রাখার বেল্ট উদ্ধার করা হয়।’
ব্রিফিংয়ে বেনজীর আহমেদ বলেন, ‘গুলশান, শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলাকারীরা এই সব দুর্গম চরে অস্ত্রের প্রশিক্ষণ নিত।’
প্রসঙ্গত, সোমবার ভোর থেকে বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরাঞ্চল এবং ধুনটের নিমগাছী এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথবাহিনী।