সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়েছে । নুরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার উদ্যোগে আজ শনিবার বেলা ১১ টার দিকে আগানগর ইউনিয়নের গকুল নগর বাজার বালুর মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আঃ আওয়াল খান। নামাজে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের শিক্ষার্থী মুসল্লী ছাড়া ও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন । মুসল্লীরা জানান, গত কয়েকদিন ধরে অসহ্য ও তীব্র গরমে জনজীবন অতিষ্ট । মানুষ পশুপাখি গরমে অতিষ্ট । তাই আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে ।
এ বিষয়ে হাফেজ আঃ আওয়াল খান সহ মুসল্লী মাসুদ মিয়া, স্বপন মিয়াসহ অনেকেই জানান গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে মানুষ পশুপাখি কষ্টে জীবন- যাপন করছেন। তাই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তিনি যেন ক্ষমা করে দেন । রহমতের বৃষ্টি দিয়ে শীতল করে দেন।