মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ রাজধানীর গুলশান থানায় দায়ের করা দুদকের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তাদের বিরুদ্ধে দুদকের দায়েরকৃত মামলা চলবে।
সোমবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন চারদলীয় জোট সরকারের আমলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের টিকিট তার ছেলে খন্দকার মাহবুব হোসেনের ট্রাভেল অ্যাজেন্সির মাধ্যমে নেওয়া হত। এই টিকিট ক্রয়ের ক্ষেত্রে রাষ্ট্রের প্রায় ৪৮ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগে ২০০৮ সালের ১ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। নগরীর গুলশান থানায় এই মামলা করা হয়। পরে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ড. মোশাররফ ও তার পুত্র। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত ও রুল জারি করে।
দীর্ঘ ৮ বছর পর ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। বিএনপি নেতার পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জারিকৃত রুল খারিজ করে রায় দেয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৮ – ০৭-২০১৬ ইং/মো:হাছিব