কিশোরগঞ্জের করিমগঞ্জে কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে ছেলেসহ এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর বৃূদ্ধা মাও। শনিবার রাতে উপজেলার ন্যামতপুর ইউনিয়নের হাজীপাড়া ঘোনার বাড়ী গ্রামের এ ঘটনা ঘটে।
মৃত রুপতারা (৪৫) উপজেলার ন্যামতপুর ইউনিয়নের
ইউনিয়নের হাজীপাড়া ঘোনার বাড়ী গ্রামের কৃষক আঃ কাইয়ূমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। আধা ঘন্টা স্থায়ী এ ঝড়ে পুরো উপজেলায় গাছপালা, কৃষি ফসলসহ গবাদি পশু-পাখির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে অসংখ্য বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দিন রুপতারার দু-চালা টিনের বসতঘরের পেছন থেকে একটি রঙিলা গাছ বসতঘরের ওপর ভেঙে পড়লে রুপ তারা ছেলে তাজুল (৫) ঘটনাস্থলেই মারা যায়। অন্তঃসত্বা রুপতারা তখন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তঃসত্বা রুপতারাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক জানান, গতরাত সাড়ে ১১টার দিকে আহত রুপতারাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় আহত রুপতারার মাকে প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোঃ মিজানুর রহমান জানান, ‘ঝড়ে এক অন্তঃসত্বা নারীর ও তার ছেলের মৃত্যুসহ বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।