muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ওয়ালী নেওয়াজ খান কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে জঙ্গীবাদ বিরোধী উপদেশমূলক মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খাঁন

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ

গতকাল ১৯ জুলাই ২০১৬ কিশোরগঞ্জ ওয়ালীনেওয়াজ খান কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক আলোচনায় তাদেরকে জঙ্গীবাদের কুফল সম্পর্কে সাধারণ জ্ঞানে অবহিত করা হয়। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, তোমরা নিজেরা সচেতন থাকবে এবং সহপাঠীর প্রতি লক্ষ্য রাখবে। কেহ যদি বিপথগামী হয় তারজন্য তুমি সহপাঠী হিসেবে এমনকি প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে নিজের পরিচয় দিতে সংকোচবোধ করবে। যেটা হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্ষেত্রে। পুলিশ তোমাদের মূল্যবান সময় নষ্ট সময় নষ্ট করতে চায় না। জাতির স্বার্থে তোমাদের নিরাপত্তার জন্য বিভিন্ন সময় ছাত্রাবাস-ছাত্রীনিবাস, মেছ, ভাড়াটিয়া বাসায় আইন-শৃঙ্খলা বাহিনী অনুসন্ধান করতে পারে। এ ব্যাপারে তোমাদের মনে কোনো ভয় বা সংকোচ থাকা মোটেই ঠিক নয়। বরং তোমাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। একজন বিপথগামী হলে তার পরিবার, সমাজ, এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, আত্মীয়-স্বজন সকলের চিন্তার কারণ হয়ে থাকে। এমনকি জবাবদিহিতামূলক প্রশ্নের সম্মুখীন হয়। তাই আসুন আমরা সকলে মিলে আমাদের চারপাশ সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান হতাশাগ্রস্থ আমার বন্ধু ও পরিবারের পাশে দাঁড়াই। দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি- এই সমাজে আমরা মুসলমানরা সংকুচিত হবো না। আর কোনো আত্মগাতি হামলা আমার পুলিশ ভাই ও নিরাপরাদ মানুষ নিহত হবে না। এসময় কিশোরগঞ্জ সদর থানার ওসি মীর মোশারফ হোসেন থানার ফোন নম্বর সকল ছাত্র-ছাত্রীর কাছে দিয়ে দেন এবং বলেন- কাউকে সন্দেহ হলেই এই নম্বরে যোগাযোগ করবেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-০৭-২০১৬ইং/ অর্থ

Tags: