মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
গতকাল ১৯ জুলাই মঙ্গলবার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১৫ ভঙ্গ করে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ব্যতিত বিড়ি ও সিগারেট বিক্রয়, বাজারজাত ও মজুদের কারণে কিশোরগঞ্জ শহরে অবস্থিত আকিজ বিড়ির জোনাল অফিসকে দুই লক্ষ টাকা এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ব্যতিত বিড়ি ও সিগারেট বিক্রির দায়ে হাবিব নগরের অনিল স্টোরকে এক হাজার টাকা, রবিন স্টোরকে পাঁচ হাজার টাকা, জাকির স্টোরকে পাঁচ হাজার টাকা, বৌলাই এর কাজল স্টোরকে দশ হাজার টাকা এবং আদালত চত্বরে ধূমপানের অপরাধে করিমগঞ্জের আব্দুর রশিদ ও বিধান চন্দ্র রায় প্রত্যেককে একশত টাকা করে সর্বমোট দুই লক্ষ একুশ হাজার দুইশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানের সময় আকিজ বিড়ির ডিপো হতে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ব্যতিত বিপুল পরিমাণ বিড়ি ও সিগারেটের প্যাকেট এবং অন্যান্য প্রতিষ্ঠান হতে বেশ কিছু সংখ্যক বিড়ি ও সিগারেটের প্যাকেট জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-০৭-২০১৬ইং/ নিঝুম