ক্রিড়া ডেস্কঃ
পাকিস্তানের বিপক্ষে হেরে টেস্ট সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। এবার ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। এই ম্যাচের জন্য তিন জন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে স্বাগতিকরা। চোটমুক্ত হওয়া জেমস অ্যান্ডারসন, বেন স্টোকসের সঙ্গে দলে সুযোগ পেয়েছেন আদিল রশীদ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় অ্যান্ডারসন ও স্টোকস চোট পেয়েছিলেন। ফলে প্রথম ম্যাচে খেলতে পারেননি। চোটমুক্ত হওয়ায় তাদেরকে দলে নেয়া হয়েছে। আর তাদের সঙ্গে রশীদকে অন্তুর্ভুক্ত করা হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতে তিন টেস্টে সবকটিতেই ইংল্যান্ডের দলে ছিলেন রশীদ। অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ৬৪ রানের বিনিময় পাঁচ উইকেট শিকার করেছিলেন। কিন্তু সিরিজের বাকি দুটি ম্যাচে বেশি সফল হতে পারেননি তিনি।
ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), অ্যালেক্স হ্যালেস, জো রুট, জেমস ভিন্স, গ্যারি ব্যালেন্স, বেন স্টোকস, জনি বেয়াস্টো (উইকেটরক্ষক), মুঈন আলী, আদিল রশীদ, ক্রিস ওয়াকেস, স্টুয়ার্ট ব্রোড, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন ও জ্যাক বল।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৯- ০৭-২০১৬ ইং/মো:হাছিব