muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহীতে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান

রাজশাহীতে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান

রাজশাহীতে ইমাম প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে বিভাগের ৮ জেলার ইমামদের নিয়ে পাঁচ (০৫) দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।

এ উপলক্ষে ৯ মে ২০২৪, বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। তিনি সম্মানিত ইমামদেরকে আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। ন্যূনতম স্বল্প পুঁজির মাধ্যমে একটি ব্যবসা শুরু করার উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়, রাজশাহীর পরিচালক আনিসুজ্জামান সিকদার। সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহীর উপ-পরিচালক ডা. মোঃ আসেম আলী। অনুষ্ঠানে ইমাম প্রশিক্ষণ একাডেমির সকল কর্মকর্তা-কর্মচারী ও ১০০ জন সন্মানিত ইমাম উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে ৫৭৩ তম দলের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Tags: