দেশের ৫ জেলায় বজ্রপাতে শনিবার ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাটে দুজন, কুমিল্লার মুরাদনগরে একজন ও পিরোজপুরের মঠবাড়িয়ায় একজনের প্রাণ গেছে।
প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:
চুয়াডাঙ্গা: সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন এক গৃহবধূ। নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের খোদের মল্লিকের ছেলে আহমেদ মল্লিক (৭০) ও সদর উপজেলার ঝাজরী গ্রামের আবদুল মালেকের ছেলে রুবেল হোসেন (২৮)। আহত গৃহবধূ টুনু খাতুন (৩০) একই উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের স্ত্রী।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম আল আজাদ বলেন, ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। তখন মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন আহমেদ মল্লিক। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সকালে বজ্রসহ বৃষ্টির সময় সদর উপজেলার ঝাজরী গ্রামের বস্তির পাশের একটি দোকানে বসেছিলেন রুবেল হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাত এসে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ছাড়া সকালে বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘরের দরজায় বসেছিলেন টুনু খাতুন। এ সময় বাড়ির উঠানে বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে জ্ঞান হারান তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে পরিবারের সদস্যরা।
বাগেরহাট: বেলা সাড়ে ১০টায় দিকে বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে মিলন ও মোস্তফা নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শরণখোলা থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বালিঘাট এলাকায় কার্গো থেকে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। বৃষ্টি শুরু হলে তার পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নিচ্ছিলেন। এ সময় পরপর দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় দুজন ঘটনাস্থলে মারা যান। এসময় ৬ জন আহত হন।
কুমিল্লা: সকাল সাড়ে ৯টায় কুমিল্লার মুরাদনগরের নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মো. হুমায়ুন মিয়ার ছেলে।
পিরোজপুর: এদিন দুপুর ১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়াতে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মো. জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক চা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালি গ্রামের মৃত নাদের আলীর ছেলে।