হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
“ জল আছে যেখানে,মাছ চাষ সেখানে” স্লোগান নিয়ে হোসেনপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বুধবার র্যালী ও মাছের পোণা অবমুক্তকরণ কর্মসূচী উদ্যাপিত হয়েছে। র্যালীতে অংশনেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার,ভারপ্রাপ্ত ইউএনও সোহানা নাসরিন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ,ওসি মোঃ নান্নু মোল্লা,ওসি (তদন্ত) মোঃ মুজিবুর রহমান,আওয়ামীলীগ নেতা অহিদুল্লাহ,সাবেক ভিপি এমএ হালিম,উপজেলা কৃষি অফিসার মো: ইমরুল কায়েস,উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম,উপজেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মো: মহসিন উদ্দিন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম,শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন জলাশয়ে পোণা মাছ অবমুক্তকরণ করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-০৭-২০১৬ইং/ অর্থ