muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাকুন্দিয়ায় চেয়্যারমেনদের শপথ গ্রহন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ

শপথ গ্রহণের মাধ্যমে পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নের নবনির্বাচিত ১১৭ জনপ্রতিনিধি দায়িত্ব পেয়েছেন মো: স্বপন হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ), ১৯ই জুলাই ২০১৬খ্রি: আজ মঙ্গলবার (১৯শে জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস।

13699320_164142587330049_341921163_oনির্বাচিত চেয়ারম্যানরা হলেন ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের সরকার শামীম আহমেদ (আওয়ামী লীগ), ৩নং চরফরাদী ইউনিয়নের কামাল উদ্দিন (বিএনপি), ৪নং এগারসিন্দুর ইউনিয়নের মতিউর রহমান সরকার (বিএনপি বিদ্রোহী), ৫নং বুরুদিয়া ইউনিয়নের নাজমুল হুদা রুবেল (আওয়ামী লীগ বিদ্রোহী), ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন (আওয়ামী লীগ), ৭নং নারান্দী ইউনিয়নের সফিকুল ইসলাম সফিক (আওয়ামী লীগ), ৮নং হোসেন্দী ইউনিয়নের মুজিবুর রহমান হামদু (স্বতন্ত্র), ৯নং চন্ডিপাশা ইউনিয়নের শামছ্ উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী), ১০ নং সুখিয়া ইউনিয়নের আবদুল হামিদ টিটু (আওয়ামী লীগ)।

৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণের পর ৯ ইউনিয়নের ২৭ জন সংরক্ষিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জহিরুল ইসলাম। এর ৯ ইউনিয়নের ৮১ জন সাধারণ সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দিন।

13819510_164142613996713_1769259321_n

জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, জামায়েত নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, বিএনপি নেত্রী ও উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন প্রমূখ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-০৭-২০১৬ইং/ মোঃ নোমান

Tags: