তথ্য প্রযুক্তি ডেস্কঃ ফ্রি ওয়াই ফাই জোনে দাঁড়িয়ে আপনি ইন্টারনেট করেন? তাহলে আজই সাবধান হোন। ফ্রি ওয়াই ফাই জোন থেকে হ্যাকিং হওয়ার সম্ভাবনা প্রবল। শহর কলকাতার পার্ক স্ট্রিট বা দিঘার উপকূল। দাঁড়িয়ে বা বসে রয়েছেন তরুণ-তরুণীরা। সকলের হাতে স্মার্ট ফোন। স্মার্ট ফোনে খেলা করছে হোয়াটস অ্যাপ বা ফেসবুক। কেউ কেউ আবার আপডেট করে নিচ্ছেন অ্যাপগুলি। ওয়াই ফাই জোন হওয়ার পর এ দৃশ্য আমাদের সকলের কাছে পরিচিত। কিন্তু জানেন কি, এই ফ্রি ওয়াই ফাই জোনে বেশিভাবে সক্রিয় হ্যাকাররা। আপনার ওপর নজর রাখছে তারা। আপনি একটু অসতর্ক হলেই হ্যাকারদের হাতে আপনার তথ্য।
টেক বিশেষজ্ঞরা জানাচ্ছেন,ভারতের ৫২ শতাংশ মানুষ ক্রেডিট কার্ড কারচুপির শিকার। তাঁদের বেশিরভাগেরই ক্রেডিট কার্ড হ্যাক হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে। অনেক প্রোমোশনাল লিঙ্কের মধ্যে দিয়ে হ্যাকাররা নজরদারি চালাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত প্রোমোশনাল লিঙ্কের মাধ্যম দিয়ে চুরি করতে পারে স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২০ – ০৭-২০১৬ ইং/মো:হাছিব