muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মেসিকে ছাড়া খেলতে নেমে জয়রথ থামলো মিয়ামির

মেসিকে ছাড়া খেলতে নেমে জয়রথ থামলো মিয়ামির

লিওনেল মেসি চোটের কারণে খেলতে পারলেন না। পাঁচ ম্যাচ পর জয়রথ থামলো ইন্টার মিয়ামিরও। আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) মেসিবিহীন ম্যাচে আজ (বৃহস্পতিবার) ওরল্যান্ডো সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মিয়ামি।

মৌসুমে মিয়ামির প্রথম গোলশূন্য ড্র এটি। ওরল্যান্ডোর বিপক্ষে গত মার্চে নিজেদের ঘরের মাঠে মিয়ামি জিতেছিল ৫-০ গোলে। সেই ম্যাচে মেসি করেছিলেন জোড়া গোল।

আজ মেসির অভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে মিয়ামি। লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসরা থাকলেও পুরো ম্যাচে মাত্র ৩টি শট লক্ষ্যে রাখতে পারে জেরার্দো টাটা মার্টিনোর দল।

গত শনিবার সিএফ মন্ট্রিলের বিপক্ষে দলের ৩-২ গোলে জয়ের ম্যাচে ৪০তম মিনিটে ফাউলের শিকার হন মেসি। এ সময় তাকে হাঁটু চেপে ধরে রাখতে দেখা যায়। যদিও ম্যাচের বাকি সময়ে খেলেন ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। সম্ভবত চোট শঙ্কাতেই আজ তাকে একাদশের বাইরে রাখেন কোচ।

আজকের ম্যাচে ড্র করলেও, এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। তাদের চেয়ে এক পয়েন্ট কম (২৭) নিয়ে পরের অবস্থান সিনসিনাটির।

Tags: