muktijoddhar kantho logo l o a d i n g

লাইফ স্টাইল

যেই গুন গুলো থাকলে ছেলেরা বিবাহযোগ্য হয়

লাইফ স্টাইল ঃ জানেন বিয়ের জন্য ছেলেরা কখন তৈরি বলে ধরে নেওয়া হয়? নিচে ভিডিওটি দেখুন, জানতে পারবেন পুরো বিষয়টি। সমীক্ষায় বলা হয়েছে এই বিশেষ গুণটি  থাকলেই নাকি একজন পুরুষকে বিবাহযোগ্য বলেই ধরে নেওয়া হয়।

কিন্তু, বিষয় হল কী সেই গুণ? কেনই বা বিয়ের জন্য এই গুণটি থাকা খুব গুরুত্বপূর্ণ? কারণ হিসেবে সমীক্ষায় বলা হচ্ছে, ছেলেরা যদি নিঃশর্ত ক্ষমা চাওয়ার স্বভাবটি থাকে তাহলেই নাকি সেই পুরুষ বিবাহযোগ্য হয়। সেই সঙ্গে এড়ানো যায় যেকোনও ধরনের পারিবারিক অশান্তি।

 

বলা হয়, জীবনসঙ্গী স্বর্গ থেকে তৈরি হয়ে আসে। মানে, আমার সঙ্গে কার বিয়ে হবে, তা ঈশ্বরের কাছে আগে থেকেই ঠিক করা থাকে। প্রত্যেক নারীই তাঁর জীবনসঙ্গীকে নিয়ে ছেলেবেলা থেকে একটা স্বপ্ন দেখে থাকেন। বর্তমান প্রজন্মের যুবক-যুবতীরা পরিবারের পছন্দের ছেলেমেয়ের পরিবর্তে নিজে পছন্দ করে বিয়ে করতে বেশি পছন্দ করেন। তাও এখনও অনেকেই পরিবারের পছন্দের পাত্র বা পাত্রীকে বিয়ে করেন। জেনে নিন কোন কোন কারণে অ্যারেঞ্জ ম্যারেজ দীর্ঘস্থায়ী হয়-

১) অ্যারেঞ্জ ম্যারেজ পরিবারের প্রত্যেকের মতামত নিয়ে হয়। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পাত্র-পাত্রী উভয়কেই পরিবারের সমস্ত অনুষ্ঠানে যোগ দিতে হয়। পরিবারের সমস্ত সদস্যের সঙ্গে আলাদা একটা সম্পর্ক গড়ে ওঠে। এই বিয়ের ফলে দুটো পরিবারের মানুষ একসঙ্গে তাঁদের আবেগ অনুভূতি সুখ দুঃখ ভাগ করে নেন।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২০ – ০৭-২০১৬ ইং/মো:হাছিব

Tags: