muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মুস্তাফিজের ছবি পোস্ট করে শুভকামনা জানাল চেন্নাই

মুস্তাফিজের ছবি পোস্ট করে শুভকামনা জানাল চেন্নাই

চলতি আইপিএল দেখতে দেখতে শেষের পথে এসে জমে উঠেছে প্লে-অফে যাওয়ার লড়াই। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। বাকি দুই জায়গার জন্য লড়ছে অন্য দলগুলো। এর মধ্যে অনেক ক্রিকেটার ফিরেছেন নিজের দেশে। শুরু হয়েছে তাদের বিশ্বকাপ ব্যস্ততা। এদিকে আইপিএল ছাড়লেও মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস তাকে মনে রেখেছে। বৃহস্পতিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই সেখানে ক্যাপশনে লিখেছে, 'তোমাকে শুভকামনা ফিজ।'

গত ২ মে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। দলটার হয়ে প্রথম ম্যাচেই বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মুস্তাফিজ। ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে।

এরপর দলে পাথিরানা ফিরলেও আর বাদ পড়েননি। ফিজও দলের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আইপিএল ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির আসনটা ধরে রেখেছিলেন।

Tags: