muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আদালতের নির্দেশে মৌলভীবাজার সদর উপজেলার ভোট স্থগিত

আদালতের নির্দেশে মৌলভীবাজার সদর উপজেলার ভোট স্থগিত

আদালতের নির্দেশে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৯ মে) এ সিদ্ধান্ত দিয়েছে সংস্থাটি। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়, আপিল বিভাগের সিপিএলএ নম্বর ১৬০৮/২০২৪ এর ১৬ মের আদেশ প্রতিপালনের সুবিধার্থে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে।

রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। আর ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শাহীন রহমান একমাত্র প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

Tags: