muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

রাজশাহীতে জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) কর্তৃক নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে ২০২৪ খ্রি. তারিখ মঙ্গলবার সকাল ১০:০০ টায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী এর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। কমর্শালায় সভাপতিত্ব করেন ডা. মো: আনোয়ারুল কবীর।

কর্মশালায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জাতীয় পুষ্টিসেবার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. জান্নাতুন নাঈম। এছাড়া সেমিনারে ডা. মো: হাবিবুর রহমান, উপপরিচালক (স্বাস্থ্য), রাজশাহী জেলার সিভিল সার্জন, রাজশাহী বিভাগের নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি, নিপসমের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শিবলী জামান ও বিভিন্ন জেলার স্যানিটারী ইন্সপেক্টরবৃন্দ আলোচনায় অংশ নেন। সভায় নিরাপদ খাদ্য উৎপাদন, বাজারজাতকরণ ও পরিবেশনের উপর গুরুত্বারোপ করা হয় এবং খাদ্য উৎপাদন, বাজারজাতকরণ ও পরিবেশনের সাথে জড়িতদের সচেতন করার বিষয়ে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করা হয়।

Tags: