আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে ধূমপান ও তামাক বিরোধী চলমান অভিযান এর ধারাবাহিকতায় আকিজ বিড়ি ও সিগারোটর পর এবার দিলীপ বিড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১৫ ভঙ্গ করে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ছাড়া বিড়ি বাজারজাত ও মজুদের কারণে গতকাল ২২ জুলাই ২০১৬ খ্রি. তারিখ শুক্রবার কিশোরগঞ্জ এর কটিয়াদি উপজেলায় অবস্থিত দিলীপ বিড়িকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় দিলীপ বিড়ির ফ্যাক্টরি থেকে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ব্যতিত বিড়ির প্যাকেটে ব্যবহার্য বিপুল পরিমাণ ছাপানো কাগজ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৭-২০১৬ইং/ অর্থ