জনসেবার মান উন্নয়নে রাজশাহী বিভাগের মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ মে ২০২৪ তারিখ সকাল সাড়ে ৯ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হামিদুল হক ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। কর্মশালায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়ন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ে উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব এএসএম ফেরদৌস এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়নের গাইডলাইন উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব খোরশেদ আলম খান।
এছাড়া বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের খসড়া মডেল এপিএ উপস্থাপন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের খসড়া মডেল এপিএ উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম।
কর্মশালায় রাজশাহী বিভাগের ৬৭ উপজেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, ৮ জেলার ৮ জন এপিএ টিম লিডার, ৮ জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এপিএ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।